অনলাইন ডেস্ক:
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল-অবরোধ চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। অন্যদিকে সরকারি দল ও তাদের শরীকরা বর্তমান সরকারের অধীনেই নির্বাচন সম্পন্ন করতে আগ্রহী। কর্মসূচিকে কেন্দ্র করে আগে ও পরে যাত্রীবাহী বাস-ট্রাকে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থানে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, ‘যে কোনো ধরণের নাশকতা ঠেকাতে ডিএমপির ৩০ হাজার সদস্য সদা প্রস্তুত রয়েছে। নাশকতা ঠেকাতে ইতোমধ্যেই অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আরও নামের তালিকা তৈরি হয়েছে, সামনে অনেককে গ্রেপ্তার করা হবে।’এ সময় বিপ্লব কুমার বলেন, ‘তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কেউ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে, তাহলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে পুলিশ।
সামনে আরও কঠোর হবো, আইন প্রয়োগে পুলিশ বিন্দুমাত্র পিছ পা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আঘাত করে পুলিশের মনোবলকে কখনোই দুর্বল করা যাবে না।
0 মন্তব্যসমূহ