ভোটাররা নির্বিঘ্নে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে- মির্জা আজম এমপি


স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, এবার অতীতের যে কোন নির্বাচনের চেয়ে এটি হবে মডেল নির্বাচন। শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হবে, এবারের নির্বাচনে কেউ যেন ভোট নিয়ে কোন অভিযোগ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সাথে আলোচনা হয়েছে। অধিক সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে এসেনির্বিঘ্নে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে সেই পরিবেশ তৈরি করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে জামালপুর- ৩ আসনে নিজের মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা আজম আরও বলেন, সকল নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণা চালানো হবে, আচরণ বিধি যেন লঙ্ঘিত না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকবে বলা হয়েছে। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবাও সংসদ সদস্য পদে বিজয়ী হলে নির্বাচনী এলাকা মেলান্দহ-মাদারগঞ্জের উন্নয়নে অবশিষ্ট কাজ সমাপ্ত করা হবে। 

বৃহস্পতিবার দুপুরে মেলান্দহে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মির্জা আজম সহকারী রিটার্নিং কর্তকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিয়ার কাছে তার নিজের মনোনয়নপত্র জমা দেন। 

এ সময় মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো: জিন্নাহসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, স্বতন্ত্রসহ অন্যান্য দলের প্রার্থীরা মোট ৪৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 


জামালপুর ট্রিবিউন/শাকিল আহমেদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন