দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রিটিশ সাংবাদিক নিয়াজ আহাম্মেদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর দুপুরে পৌর শহরের ব্রহ্মপুত্র রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক মন্ত্রী রাশেদ মোশারফের ভগ্নিপতি ব্রিটিশ সাংবাদিক ও কলামনিস্ট নিয়াজ আহাম্মেদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী বিশিষ্ট সমাজ সেবক এবং মানবাধিকারের নেত্রী রিনা মোশারফ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
মতবিনিময় সভায় দেওয়ানগঞ্জের বন্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলান, সহসভাপতি খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহামুদ।
0 মন্তব্যসমূহ