সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গোয়ালঘরসহ তিনটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ১১ নভেম্বর বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এতে কৃষক আতাউর রহমানের গোয়ালঘরসহ ৩টি বসতঘরের প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরে খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, কৃষক আতাউর রহমান ও তার পরিবারের লোকজন বাড়ির ভিতরে অবস্থান করছিলেন। হটাৎ বসতঘর সংলগ্ন গোয়াল ঘরে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভাতে শুরু করলে মুহূর্তে তিনটি বসতঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। অগ্নিকাণ্ডে প্রায় ৭০ মণ ধান, নগদ ৪ লাখ টাকা, ৩ ভরি সোনা, টিভি, ফ্রিজ, খাট, শোকেসসহ বসতঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান।
এ-ব্যাপারে ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, আগুন লাগার বিষয়টি শুনেছি, অগ্নিকাণ্ডের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মকর্তা রুহুল আমিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।