জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুর-১ আসনে (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ না নিতে দলীয় নেতা কর্মীদের হুঁশিয়ারী দিয়েছেন বিএনপি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ বিএনপির আহবায়ক ও কেন্ত্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও ১ম যুগ্ন আহবায়ক আবদুর রশিদ সাদা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এবিষয়টি নিশ্চিত করেছেন।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনের তফসিল বাতিলের দাবি করে বিএনপি ও তার সমমনা দল গুলো নির্বাচনে অংশ নেন নি। তাই ফ্যাসিস্ট সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না।
বিজ্ঞাপন
আন্দোলনের অংশ হিসেবে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সসংগঠনের কোন নেতা কর্মী কিংস পার্টি বা স্বতন্ত্র কোন প্রার্থীর প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না।
যদি কোন বিএনপির নেতা কর্মী কোন প্রার্থীর প্রচার-প্রচারণায় অংশ নেন দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে সকলকে দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত থাকার আহবান জানান তাঁরা।
0 মন্তব্যসমূহ