জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত পৌর শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।
এসময় লাইসেন্স বিহীন অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ব্যবসায়ী উজ্জল মিয়াকে পাঁচ হাজার টাকা ও অতিরিক্ত মূল্যে বোরো ধান বীজ বিক্রি করা ও বীজ সংরক্ষণ করায় শাকিল তালুকদার নামে এক বীজ ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী সহ বকশীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
জামালপুর ট্রিবিউন/শাকিল আহমেদ
0 মন্তব্যসমূহ