জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক,আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন, মেডিকেল অফিসার ডা. এমএইচকে মুনিম সুপ্ত, মেডিকেল অফিসার ডা. রিয়া সাহা , ইপিআই কর্মকর্তা রমজান আলী সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলার ১৬৯ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী তিন হাজার ২০০ শিশুকে ১ টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২৩ হাজার ৯০০ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ২৭ হাজার ১০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
জামালপুর ট্রিবিউন/শাকিল আহমেদ