বকশীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

বকশীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
জিএম  সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক,আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন, মেডিকেল অফিসার ডা. এমএইচকে মুনিম সুপ্ত, মেডিকেল অফিসার ডা. রিয়া সাহা , ইপিআই কর্মকর্তা রমজান আলী সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলার ১৬৯ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী তিন হাজার ২০০ শিশুকে ১ টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২৩ হাজার ৯০০ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ২৭ হাজার ১০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

জামালপুর ট্রিবিউন/শাকিল আহমেদ




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন