জামালপুরে শীতার্তদের মাঝে এনটিভির কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার

জামালপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের শুরুতেই এনটিভি পরিবারের পক্ষ থেকে সমাজের অসহায় ও দরিদ্রদের জন্য এই সহায়তা প্রদান করা হয়। শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য এনটিভির এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই। 

বিস্তীর্ণ চরাঞ্চল বেষ্টিত জামালপুরে প্রকৃতিক কারণেই শীতের তীব্রতা একটু বেশী অনুভূত হয়। তাছাড়া আর্থ সমাজিকভাবে অনুন্নত ও পিছিয়ে পড়া এই জেলায় অসহায় ও দরিদ্র মানুষের সংখ্যাও কম নয়। তাই অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের উদ্যোগ নেয় এনটিভি পরিবার। শীতের শুরুতেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সমাজের সকল স্তরের মানুষ। জামালপুরের বগাবাইদ এলাকায় এনটিভির উদ্যোগে আয়োজন করা হয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের। বগাবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী, বগাবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাদশাহ, স্থানীয় সমাজসেবক আনসার আলী, বাকিবিল্লাহ খান, আনোয়ার হোসেন, সাংবাদিক তানভীর আজাদ মামুন, খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, এনটিভির জামালপুর জেলা প্রতিনিধি আসমাউল আসিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন। 

বিজ্ঞাপন

এ সময় বক্তারা শীতের তীব্রতা থেকে রক্ষায় সুবিধা বঞ্চিতদের জন্য এনটিভির এই মানবিক সহায়তাকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি ভালোবাসার উষ্ণতা ছড়াতে এনটিভি প্রতি বছরই এই ধরণের আয়োজন করবে বলে প্রত্যাশা করেন বক্তারা। পরে এনটিভির পক্ষ থেকে ২শ শীতার্ত অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের কষ্ট থেকে পরিত্রাণ পেতে কম্বল পেয়ে এনটিভির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। 


জামালপুর ট্রিবিউন/শাকিল আহমেদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন