স্টাফ রিপোর্টার
জামালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভূট্টাবীজ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের কাচারীপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এই ভূট্টাবীজ বিতরণ কর্মসূচির আয়োজন করে।
টিএমএসএস-এর সিনিয়র জোনাল ম্যানেজার জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, জোনাল ম্যানেজার মো: সাজ্জাদ হোসেন, অঞ্চল প্রধান আনিছুল হক, শাখা প্রধান মাহবুব আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, কৃষি উৎপাদন বাড়াতে প্রান্তিক কৃষকদের মাঝে সিটি ব্যাংকের সহায়তা হিসেবে ভূট্টা বীজ বিতরণ করা হচ্ছে। ভূট্টা বীজ রোপনের পর যদি অতিরিক্ত হয় তা নষ্ট না করে অন্যদের মাঝে বিতরণের পরামর্শ দেয়া হয়। পরে ৪৫০ জনকে ৫ কেজি করে ভূট্টা বীজ বিতরণ করা হয়।
জামালপুর ট্রিবিউন/শাকিল আহমেদ
0 মন্তব্যসমূহ