কিশোরগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার



কিশোরগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার


অনলাইন ডেস্ক:

কিশোরগঞ্জে হুমায়ুন মিয়া (৩০) নামে একটি হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার বিকাল ৫টার দিকে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল সদর উপজেলার গাইটাল চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের সুন্দিরবন গ্রামের আব্দুল গণির ছেলে।

র্যাব সূত্র জানায়, সুন্দিরবন গ্রামের মৃত লাল মিয়ার ছেলে খোকন মিয়া (৪৫) প্রায় ১৭ বছর আগে একই গ্রামের মৃত দুলাল মিয়ার মেয়ে হোসনা বেগমকে বিয়ে করেন।তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। 

প্রায় তিন মাস আগে খোকন মিয়ার সঙ্গে তার স্ত্রী হোসনা বেগমের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এর জের ধরে স্ত্রী হোসনা বেগম সন্তানদেরকে স্বামীর ঘরে রেখে বাবার বাড়িতে চলে যান। খোকন মিয়া সন্তানদেরকে দেখাশুনার জন্য তার বোন শিউলি আক্তারের কাছে রেখে ঢাকায় গিয়ে গাড়ি চালানোর কাজ নেন। সন্তানদেরকে দেখার জন্য প্রতি সপ্তাহে তিনি গ্রামের বাড়িতে আসতেন। 

গত ৩০ নভেম্বর রাত ৮টার দিকে ঢাকা থেকে বাড়িতে আসেন খোকন মিয়া। এ সংবাদ পেয়ে স্ত্রী হোসনা বেগম ঐদিন রাত ১১টার দিকে স্বামী খোকন মিয়াকে খবর পাঠিয়ে তার বাবার বাড়িতে নিয়ে যান। খোকন মিয়া রাতে বাড়িতে ফিরে না আসায় পরদিন সকাল ৬টার দিকে বোন শিউলি আক্তার খোকন মিয়ার ছেলে ফেরদৌস মিয়াকে (১৩) হোসনার বাবার বাড়িতে পাঠান। ছেলে ফেরদৌস ঘটনাস্থলে গিয়ে তার বাবা খোকন মিয়াকে আটক করে দেশিয় অস্ত্রসস্ত্র দিয়ে মারপিট করা অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক বাড়িতে ফিরে সে স্বজনদেরকে ঘটনা জানালে তারা দ্রুত খোকনকে উদ্ধারের জন্য যান। কিন্তু হোসনার বাবার বাড়ির লোকজন তাদেরকে দেখে আরও ক্ষিপ্ত হয়ে তাড়িয়ে দেয়। নিরুপায় হয়ে তারা সদর মডেল থানায় বিষয়টি অবহিত করেন।

পুলিশের সহায়তায় তারা খোকনকে উদ্ধারের জন্য হোসনার বাবার বাড়ির দিকে রওনা হলে পথিমধ্যে জানতে পারেন যে, তারা খোকনকে আহত অবস্থায় সদর হাসপাতালে ফেলে রেখে চলে গেছে। পরে সদর হাসপাতালে গিয়ে খোকনকে মৃত অবস্থায় দেখতে পান।

এ ঘটনায় খোকনের বোন শিউলি আক্তার বাদী হয়ে ২ ডিসেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা গ্রেফতার এড়াতে ঘটনার পর থেকেই গা ঢাকা দেয়।

র্যাবের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির জানান, আসামিদেরকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চালিয়ে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান জানার চেষ্টা করা হয়। গত শুক্রবার বিকালে সদর উপজেলার গাইটাল চরপাড়া এলাকায় আসামি হুমায়ুনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাবের দলটি। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

মামলার অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও র্যাব জানায়।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন