বিএনপি নির্বাচনে না এসে খুবই ভুল করেছে, তারা ধ্বংস হয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনে না এসে খুবই ভুল করেছে, তারা ধ্বংস হয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী
 


অনলাইন ডেস্ক:

সিলেট-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী ৭ জানুয়ারি সিলেটে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে। বিএনপি একটি বড় দল। তারা নির্বাচনে না এসে খুবই ভুল করেছে। কিন্তু এখন তারা ধ্বংস হয়ে যাবে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে নগরীর নয়াসড়ক এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘অতীতের মতো এবার সিলেটের মানুষ ভোটকেন্দ্রে যাবে। এ অঞ্চলের মানুষ ভোট দেয়। যেখানেই প্রচারণা করতে যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি ভোটারদের। বিএনপি জ্বালাও-পোড়াও আর গুপ্ত হত্যায় ব্যস্ত। বাংলাদেশে এদের কোনও স্থান নেই।’
 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপিতে নেতৃত্বের অভাব। তারা এখন আর রাজনৈতিক দল নয়। তারা এখন সন্ত্রাসী। সন্ত্রাসীরা কখনও জয়লাভ করেনি।’

আওয়ামী লীগ উন্নয়নের দল উল্লেখ করে তিনি বলেন, ‘যেসব উন্নয়ন হয়েছ তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে। এই সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে আরও হবে। শিক্ষা, চিকিৎসাসহ যেসব খাতে উন্নয়ন করা দরকার সরকার তা করেছে আরও করে যাবে। উন্নয়নের পক্ষে যে জোয়ার উঠেছে তা আর থামবে না। আগামীতে আমাদের পরিকল্পনায় রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আগামীতে আমরা প্রশিক্ষিত লোক বিদেশে পাঠাবো।’পরে মন্ত্রী নয়াসড়ড়ের প্রেসবিটারিয়ান চার্চে বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় বড়দিনের কেক কাটায় অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিসিক মেয়র আনোয়ারুজ্জামন চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, সহসভাপতি প্রদীপ ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক তপন মিত্র, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিসিক কাউন্সিলর আব্দুল মোহিত জাবেদ,পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল ও  সোহাগ আহমদ ওয়েসসহ অনেকে।

সূত্র:ইত্তেফাক

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন