অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ক্রিকেটার ও মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাকিব আল হাসান নৌকায় ভোটের জন্য গণসংযোগ শুরু করেছেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে নুতন বাজার, সাহাপাড়া, দোয়ারপাড় ও মিশনী পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে তিনি গণসংযোগ করেন। এ সময় স্থানীয় নারী-পুরুষরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পাশাপাশি তার জন্য প্রতিবেশীরা রাস্তার পাশে নাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকেন। সে নিজে লিফলেট বিতরণ ও ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তার জন্য দোয়া প্রার্থনা করেন। এ সময় বিশেষ করে নারী-পুরুষ ও শিশুরা সাকিবকে কাছে পেয়ে তার সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত ছিলেন।
এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে সাবেক ও বর্তমান জেলা ক্রিকেটারদের উদ্যোগে ‘মাগুরার ক্রিকেট লিজেন্ডদের মিলনমেলায়’ মাগুরা-১
আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সকালে শহরের নোমানী ময়দানে এ অনুষ্ঠানে জেলার লিজেন্ড ক্রিকেটারদের পক্ষ থেকে সাকিব আল হাসানকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে সাকিবের মাগুরার প্রথম ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কি, অভিনেতা সাব্বির আহমেদ, ক্রিকেটার মুনসুর, শোভাশীষ হালদার গোরা, আরিফ হোসেনসহ মাগুরা জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। পরে সাকিব আল হাসান নোমানী ময়দানে সাবেক ক্রিকেট খেলোয়াড় ও বর্তমান ক্রিকেট লিজেন্ডদের সাথে খেলায় অংশ নেন। তিনি ব্যাট ও বল হাতে নিয়ে ক্রিকেট খেলে সাধারণ মানুষকে মুগ্ধ করেন। সেখান থেকে বিদায় নিয়ে তিনি আবার গণসংযোগে বেরিয়ে পড়েন।
সূত্র:কালবেলা