শিরোনাম

6/recent/ticker-posts

ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
 



স্টাফ রিপোর্টার:

জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-২ ইসলামপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ জীবন মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ২৫ ডিসেম্বর দুপুরে উপজেলার মোজা আটা গ্রামের নজরুলের ইটভাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই উপজেলার তেঘরিয়া গ্রামের লাল মিয়ার ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, জীবন মিয়া দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। ২৫ ডিসেম্বর দুপুরে ইয়াবা পাচার করার সময় গোপন সংবাদ পায় ডিবি-২। সংবাদ পেয়ে ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার নেতৃত্বে ইসলামপুরের মোজাআটা গ্রামের নজরুলের ইটভাটা এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। সেখান থেকে ১০২টি ইয়াবাসহ জীবন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দেওয়ানগঞ্জে ডিবি-২ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিবি-২ এর ওসি সোহেল রানা বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযানে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ