জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে নিলাখিয়া ইউনিয়নে এমপি প্রার্থী নূর মোহাম্মদের বাসভবনের সামনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদারের সঞ্চালনায় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জোবায়ের হোসেন হিটলার, বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু হাসেম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া।
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের সহ¯্রাধিক নেতা কর্মী অংশগ্রহণ করেন।
সভায় আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ আগামী ৭ জানুয়ারি নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান এবং সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থেকে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা সহ মানুষকে শেখ হাসিনার বার্তা পৌছে দেওয়ার অনুরোধ জানান।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ এমপি নির্বাচন নিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ
0 মন্তব্যসমূহ