স্টাফ রিপোর্টার:
জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকা থেকে দম্পতিসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা-২ দেওয়ানগঞ্জের ডিবি পুলিশের একটি দল। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গুঠাইল উত্তরপাড়া সাকিল শেখের বাড়ি থেকে মাদক বিক্রির সময় তাদের আটক করা হয়।
আটক মাদক কারবারিরা হলেন- সাকিল শেখ (৪৮) ও তার স্ত্রী বিনা আক্তার (২৮), আব্দুল হকের ছেলে দেলোয়ার হোসেন (৪২), সেকান্দার আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০) ও আইজুদ্দিনের ছেলে রাজা মিয়া (৫৬)। তাদের বাড়ি গুঠাইল গামারিয়া পাড়ায়।
জেলা গোয়েন্দা শাখা-২ দেওয়ানগঞ্জের ওসি সোহেল রানা এ প্রসঙ্গে বলেন, মাদক কারবারিদের কাছ থেকে ১৭টি ইয়াবা বড়ি ও ৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়। ২১ ডিসেম্বর দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে ইসলামপুর থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ
0 মন্তব্যসমূহ