অনলাইন ডেস্ক:
নেত্রকোনার মোহনগঞ্জের পৌর এলাকার কাচারি সড়কে আগুনে মিষ্টির দোকানসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
জানা যায়, মোহনগঞ্জ, বারহাট্টা ও ধর্মপাশা উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মিষ্টির দোকান ও হার্ডওয়্যারের দোকানসহ চারটি দোকানের মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যারের দোকান মালিক নবীন বণিক বলেন, আমার দোকানের সব মালামাল পুড়ে ছাই। সেই সাথে দোকান ঘরও পুড়ে গেছে। তবে কিভাবে আগুন লেগেছে, তা বলতে পারেননি তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিরাপত্তার জন্য পৌরশহরের কাচারি রোডের প্রায় সবগুলো দোকানের ভেতরেই রাতে কর্মচারীরা ঘুমায়। ভোররাতে আগুন দেখতে পেলে প্রথমে পাশের দোকানে থাকা লোকজনের ঘুম ভাঙে। এ সময় ক্ষতিগ্রস্ত দোকানের ভেতরে থাকা লোকজনও বাইরে এসে চিৎকার করে। পরে খবর দেওয়া হলে প্রথমে মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ছুটে আসেন। পরে বারহাট্টা ও ধর্মপাশার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যৌথ চেষ্টায় তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়।
মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আশফাকুর রহমান রাব্বী জানান, খবর পেয়ে প্রথমে আমরা যাই। এরপরে বারহাট্টা ও ধর্মপাশার ফায়ার সার্ভিসের কর্মীরাও আসে। যৌথ চেষ্টায় তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। তবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা হচ্ছে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন