অনলাইন ডেস্ক:
বিএনপি ঘোষিত ‘ডামি নির্বাচন’ বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
শুক্রবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে বিএনপিপন্থি পেশাজীবীদের এ সংগঠন।
এরপর সংগঠনের নেতাকর্মীরা সেগুনবাগিচা ও পল্টন এলাকায় বিএনপির তৈরি করা লিফলেট বিতরণ করেন।
বর্তমান সরকার জনমতের বিরুদ্ধে গিয়ে নির্বাচনের নামে তামাশা করছে অভিযোগ করে লিফলেটে বলা হয়, এ সরকারকে সহযোগিতা করা কোনো দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকদের জন্য উচিত নয়।
লিফলেট বিতরণ কার্যক্রম শুরুর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সম্মিলিত পেশাজীবী পরিষদ।
সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষের চাওয়া ছিল গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার। যার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। আজকে স্বাধীনতার ৫২ বছর পরেও গণতন্ত্র নিয়ে লড়াই করতে হচ্ছে, মানবাধিকার নিয়ে কথা বলতে হচ্ছে।
বাংলাদেশ পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালণায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন পরিষদের নেতা অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. লুৎফর রহমান, ইঞ্জি. রিয়াজুল ইসলাম রিজু, ইঞ্জি. মাহবুবুল আলম ও অধ্যাপক ড. এমতাজ আহমেদসহ আরও অনেকে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন