অনলাইন ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে লালদীঘির ফতেপুরে শায়িত স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার দুপুরে ফতেপুরে স্বামীর পারিবারিক কবরস্থানে শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সভানেত্রী পীরগঞ্জে জনসভাস্থলে যান।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচরণা মঙ্গলবার রংপুর যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে তারাগঞ্জে রংপুর-২ আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক এবং মিঠাপুকুরে রংপুর-৫ আসনের প্রার্থী রাশেক রহমানের নির্বাচনি প্রচারণা সভায় বক্তব্য রাখেন সরকারপ্রধান।
জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ
0 মন্তব্যসমূহ