জামালপুরের ইসলামপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রার্থী মো. ফরিদুল হক খান দুলাল এমপি।
১৯ ডিসেম্বর বিকালে উপজেলার চিনাডুলী ইউনিয়ন ও বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে গুঠাইল কাচারী মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভযাত্রাটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাচারী মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চিনাডুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজির হোসেনেরর সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি মজিবর রহমান শাহজাহান, আবু নাছের চৌধুরী চার্লেস, ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ অন্যান্যরা এতে অংশ নেন।
জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ
0 মন্তব্যসমূহ