কেন্দুয়া, দিগপাইতে নৌকার প্রার্থী আজাদের গণসংযোগ

 


স্টাফ রিপোর্টার: 

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ২৭ ডিসেম্বর সারাদিন জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন।

এ সময় তিনি কেন্দুয়া ইউনিয়নের টিউবওয়েলপাড় মোড়, সুইচগেইট মোড়, দামেশ্বর ঘুন্টি, কালীবাড়ী বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

এ সময় প্রার্থী আবুল কালাম আজাদ ভোটার জনতার উদ্দেশ্যে বলেন, জামালপুর সদরের মানুষদের সেবা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই আসনে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। মানুষ সুখে শান্তিতে বসবাস করে। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে তিনি নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। পরে তিনি দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেন।

দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান ও প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপন।

জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন