অনলাইন ডেস্ক:
মেহেরপুর শহর সংলগ্ন যাদবপুর ব্রিজের কাছে অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইন ও দুই নারী মাদক ব্যবসায়ীসহ মোট তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক মাদকের বাজার মূল্য ৭ লাখ টাকা।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় ডিবির পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেন।
আটকরা হলো- সদর উপজেলার বাজিতপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা খাতুন (৪০), আফজার আলীর স্ত্রী তানজিলা (৩২) এবং শহরের পুরাতন বাসস্ট্যাড পাড়ার ইছার উদ্দিন শেখের ছেলে তাইজুল ইসলাম (৪৫)।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহসান খান কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত এলাকা বাজিতপুর থেকে একটি ইজিবাইকে করে যাত্রীবেশে তারা শহরের দিকে আসছিল। তাদের শরীর তল্লাশি করে তিনজনের কাছে থেকে মোট ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়ের পূর্বক মেহেরপুর সদর থানায় তাদের হস্তান্তর করা হবে।
সূত্র:কালবেলা