স্মার্ট দেশ গড়তে ইসলামপুরে নৌকার গণজোয়ার


স্মার্ট দেশ গড়তে ইসলামপুরে নৌকার গণজোয়ার

 স্টাফ রিপোর্টার:

বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে গড়তে নৌকার গণজোয়ার উঠেছে। জামালপুরের ইসলামপুরের নৌকার বিশাল শোডাউনে দেশকে স্মার্ট হিসেবে গড়তে ইসলামপুরবাসী নৌকার মিছিলে মিছিলে ছয়লাভ করে দিয়েছে।

৪ জানুয়ারি দুপুরে ইসলামপুরে এই চিত্রই দেখা গেছে।

উপজেলা আওয়ামী লীগ ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার শোডাউনের আয়োজন করে। এতে উপজেলা জুড়ে মুজিব পাগল সমর্থকদের মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে যায় উচ্চ বিদ্যালয় মাঠসহ পৌর শহর। এতে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট সরকার, স্মার্ট জনগণ, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি। এর মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি আধুনিক প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলব, যা টেকসই অর্থনীতি, মেধাভিত্তিক শিক্ষা, উন্নত সমাজ, ন্যায়পরায়ণ বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে ৭ তারিখ নৌকার বিজয় সুনিশ্চিত করে ঘরে ফেরার আহ্বান জানান তিনি।

এতে সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন