স্টাফ রিপোর্টার:
জামালপুর
জেলা গত কয়েকদিন থেকেই তীব্র শীত অনুভূত হচ্ছে। ঠাণ্ডায় জনজীবন প্রায় বিপর্যস্থ হয়ে পড়েছে। ঘন কুয়াশায় ঘিরে থাকছে সবকিছু। ঘন কুয়াশার কারণে ক্ষতি হচ্ছে ফসলের।
আবহাওয়া অধিদপ্তর বলছে, হিমবায়ুর ফলে গত কয়েকদিন থেকে তাপমাত্রার পারদ নিচের দিকে নামছে। ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে থাকছে সবকিছু। সন্ধ্যা থেকেই কুয়াশা শুরু হয় এই জেলায়। দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিকের পরিবেশ। তীব্র এই শীতে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি আর ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। তারা বলছেন, তীব্র ঠাণ্ডায় হাত-পা জড়ো হয়ে আসে। সময় মতো কাজে যেতে পারছে না তারা। গ্রামীণ এলাকায় খরখুটো জ্বালিয়ে আগুনের উত্তাপ নিয়ে শীত নিবারন করছেন অনেকে। দরিদ্র মানুষেরা রয়েছে শীতের কাপড়ের সংকটে। ঘনকুয়াশার কারণে ক্ষতি হচ্ছে ফসলের।
জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ