শিরোনাম

6/recent/ticker-posts

গরু চোর সিন্ডিকেটের অর্থদাতাকে ইসলামপুর থেকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ

গরু চোর সিন্ডিকেটের অর্থদাতাকে ইসলামপুর থেকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ
 
জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জপ্রতিনিধি


জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে গরু চোর সিন্ডিকেটের অর্থদাতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক মো. তারিকুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে ইসলামপুর পৌর এলাকার পলবান্ধা থেকে শাহজাহান ওরফে সোনা মিয়াকে (৪৫) গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সোনা মিয়া ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরি এলাকার মৃত হাসর উদ্দিনের ছেলে। সে ইসলামপুর কামিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, গত ১১ নভেম্বর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের সলই মন্ডল পাড়া গ্রামের ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনের গোঁয়াল ঘর হতে একটি গাভী ও একটি বকনা গরু চুরি হয়ে যায়।
এঘটনায় ১৫ নভেম্বর ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনের স্ত্রী নয়ন তারা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
গরু চুরির ঘটনায় বকশীগঞ্জ থানা পুলিশ সাঁড়াশি অভিযানে নামেন। এক পর্যায়ে গত ১২ ডিসেম্বর থানা পুলিশ একজনকে আটক করেন এবং চুরি হওয়া গাভীটি উদ্ধার করেন।
এছাড়াও পুলিশের তদন্তকালে গরু চোর সিন্ডিকেটের অন্যতম হোতা শাহজাহান ওরফে সোনা মিয়ার সন্ধান পায় পুলিশ। সোনা মিয়া চোর সিন্ডিকেটের সদস্যদের আর্থিক সুবিধা দিয়ে গরু চুরির কাজে উৎসাহিত করেন। তিনি মূলত চোর সিন্ডিকেটের অর্থদাতা বলে জানিয়েছেন পুলিশ।
পরে ১১ জানুয়ারি বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খানের নির্দেশনায় উপপরিদর্শক মো. তারিকুজ্জামান ইসলামপুরে অভিযান চালিয়ে সোনা মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার বিকালে সোনা মিয়াকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ