শিরোনাম

6/recent/ticker-posts

বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর

বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর
 অনলাইন ডেস্ক:

দেশব্যাপী বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ মিছিল থেকে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে ট্রাক, অটোরিকশাসহ কয়েকটি যান।

শনিবার সকালে চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে চৌমুহনী ব্যাংক রোড থেকে মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে মিছিলটি কলেজ রোডের মুখে জড়ো হলে তারা গাড়ি ভাঙচুরের পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত বৃহস্পতিবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে শনিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেন।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পরদিন ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপি। এরপর আরও কয়েক দফায় ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা দলগুলো।

বিজ্ঞাপন

একই দাবিতে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিলো বিএনপি। ব্যাপক সহিংসতার মধ্যে সেই নির্বাচনে জিতে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।২০১৮ সালের নির্বাচনে বিএনপি গণফোরামের ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে ভোটে অংশ নেয়। ভোটে ভরাডুবি ঘটে বিএনপির। এরপর কারচুপির অভিযোগ তোলে তারা। সংসদের মেয়াদের শেষ দিকে এসে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করেন।এবারও ২০১৪ সালের মতো সংঘাতের পরিবেশ ফিরে এসেছে। যানবাহনে অগ্নিসংযোগ আর নাশকতার ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। ঢাকা এবং ঢাকার বাইরে রোজই অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ