স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে ২ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সহযোগিতায় পৌর এলাকার ধুমালী পাড়ায় বিভিন্ন ইউনিয়নের অসহায়, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ছামির সাত্তার।
শীতবস্ত্র বিতরণকালে মজিবর রহমান শাহীন তালুকদার, মোজাহারুল ইসলাম ভিমল, ভিপি রিপন, ব্যবসায়ী খোকন আকন্দ, ছাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার ছামির সাত্তার প্রতি বছরই শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকেন। শীতবস্ত্র পেয়ে অসহায় ও শীতার্ত মানুষ ব্যারিস্টার ছামির সাত্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ
0 মন্তব্যসমূহ