জামালপুরে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা চাইলেন জাতীয় পার্টির প্রার্থী

জামালপুরে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা চাইলেন জাতীয় পার্টির প্রার্থী

স্টাফ রিপোর্টার:

জামালপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও ভোটারদের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তার দাবীতে সাংবাদিক সম্মেলন করেছেন জামালপুর- ৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী মীর সামছুল আলম লিপটন। বৃহস্পতিবার দুপুরে মেলান্দহ উপজেলার হামলাপাড়া এলাকায় প্রার্থীর প্রধান নির্বাচনী ক্যাম্পে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্যে জামালপুর- ৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী মীর সামছুল আলম লিপটন বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি ও ভোটাররা শঙ্কায় আছি। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, নির্বিঘেœ ভোট দিতে পরবে কিনা, পছন্দের প্রার্থীর প্রতীকে সীল মারতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে। আমার নির্বাচনী এলাকা মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটারদের নির্বিঘেœ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দাবী করেন তিনি। সেইসাথে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে লাঙল প্রতীকের সমর্থকদের হুমকি-ধামকি, ভয়ভীতি প্রদর্শন, পোস্টার ছিড়ে ফেলা ও নির্বাচনের দিন লাঙল মার্কার এজেন্টদের ভোটকক্ষ থেকে বের করে দেয়ার পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেন।

বিজ্ঞাপন

 তবে মীর সামছুল আলম লিপটন শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দিয়ে বলেন ভোটাররা ভোট দিতে পারলে নির্বাচনের পরিবেশ ভালো থাকলে তিনি লাঙল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয় অর্জন করবেন। সাংবাদিক সম্মেলনে মেলান্দহ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ফজলুল হক ফজল, মাদারগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডা. অলি মাহমুদ, জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখার আহবায়ক মিজানুর রহমান মিজান, ঘোষেরপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জামিনুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

জামালপুর ট্রিবিউন/শাকিল আহমেদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন