শিরোনাম

6/recent/ticker-posts

জামালপুরে ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞার স্মরণসভা অনুষ্ঠিত

জামালপুরে ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞার স্মরণসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

জামালপুরে ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জামালপুর সদর উপজেলার নারায়ণপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা মিলনায়তনে এই স্মরণসভা আয়োজন করা হয়।   

ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা স্মৃতি পরিষদ আয়োজিত এই স্মরণসভায় সংগঠনের সভাপতি অধ্যাপক মাসুম আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: হারুন অর রশিদ, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান, বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আলী আকবর ফকিরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বাংলাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতির জন্য যে আন্দোলন শুরু হয়, জামালপুরেও সেই আন্দোলন দানা বাধে। ১৯৫১ সালে গঠিত জামালপুর মহুকুমা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কোষাধ্যক্ষ ছিলেন সুজায়াত আলী মিঞা। তিনি জামালপুরের প্রথম শহীদ মিনার নির্মাণে প্রধান ভূমিকা রাখেন। সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হিসেবে শিক্ষার মান উন্নয়নেও তার ব্যাপক অবদান রয়েছে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান ও অসহায়, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অতিথিরা। 

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ