জামালপুরের সরিষাবাড়ীতে ভাতিজীকে ধর্ষণ চেষ্টা মামলায় চাচা শহীদুল ইসলাম শহীদকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো: আবরার ফয়সাল সাদী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০২৩ সালের ৯ ডিসেম্বর রাতে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম গ্রামে ১৬ বছর বয়সী দশম শ্রেণীর শিক্ষার্থী প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে বের হলে আগে থেকে ওত পেতে থাকা তার চাচা শহীদুল ইসলাম শহীদ(৪২) তার ভাতিজীর মুখে গামছা বেধে বাড়ির পাশের বাঁশ ঝাড়ের নিচে সরিষা ক্ষেতে নিয়ে জোরপূর্বক শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই অবস্থায় ওই কিশোরী তার মুখ থেকে গামছা সরিয়ে চিৎকার দিলে লোকসমাগম হলে শহীদুল ইসলাম শহীদ ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে গত ২৯ ডিসেম্বর নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী নিজে বাদী হয়ে সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র্যাব। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র্যাবের একটি অভিযানিক দল সোমবার গভীর রাতে জামালপুর শহরের গেইটপাড় সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে মামলার একমাত্র আসামী শহীদুল ইসলাম শহীদকে গ্রেফতার করে র্যাব। পরে আটককৃত আসামীকে সরিষাবাড়ী থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
0 মন্তব্যসমূহ