স্টাফ রিপোর্টার:
জামালপুরের ঝিনাই ব্রিজে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বৈশাখী নামে সাত বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ঝিনাই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মেলান্দহ উপজেলার ঝিনাই ব্রিজ এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুরগামী যাত্রীবাহী একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা বৈশাখী নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত বৈশাখী দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী এলাকার টিক্কা দাসের মেয়ে। শিশুটি তার দাদীর সাথে জামালপুর যাচ্ছিলো। দুর্ঘটনায় সিএনজির আরও তিন জন আরোহী আহত হয়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজু আহাম্মদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
0 মন্তব্যসমূহ