স্টাফ রিপোর্টার:
আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ এর নির্বাচনী প্রচারনার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় জামালপুর শহর শাখার ১৩ নং সাংগঠনিক ওয়ার্ড উত্তর ইউনিট আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জামালপুর শহর শাখার ১৩ নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমিন আলী মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন।
এছাড়া আরও বক্তব্য রাখেন জামালপুর শহর শাখার ১৩ নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহ্ আলী, ১৩ নং সাংগঠনিক ওয়ার্ড উত্তর ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম প্রমূখ।
মতবিনিময়কালে দলীয় নেতা-কর্মীরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বিজন কুমার চন্দকে চেয়ারম্যান পদে ভোট দেয়ার আশ্বাস ব্যক্ত করেন।
আলোচনা সভা পৌর আওয়ামী লীগ,ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
0 মন্তব্যসমূহ