স্টাফ রিপোর্টার:
জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে হিট স্ট্রোকে আবুল কালাম (৫২) ওরফে কালা নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের জোকা উত্তরপাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে। ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, কৃষক আবুল কালাম সকালে তার ফসলি ক্ষেত দেখতে যান। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যেও ক্ষেতে কাজ করে বাড়িতে গিয়ে অসুস্থতা বোধ করেন। তিনি হাতমুখ ধুয়ে শরীর মুছে প্রথমে পানি পান করেন। এরপর ভাত খাওয়ার সময় স্ট্রোক করে মারা যান।
মৃত কৃষক আবুল কালামের তিন ছেলে এক মেয়ে। বড় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত।
এ প্রসঙ্গে ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া এ প্রতিবেদককে জানান, কৃষক কালা মিয়া প্রচণ্ড তাপপ্রবাহের কারণেই অসুস্থ হয়ে স্ট্রোক করে মারা গেছেন বলে শুনেছি।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
0 মন্তব্যসমূহ