স্টাফ রিপোর্টার:
জামালপুরে কোটা বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের মনিরাজপুর এলাকায় শেখ হাসিনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করে মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
সকাল থেকে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে শেখ হাসিনা মেডিকেল কলেজের ক্যাম্পাসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে কোটা সংস্কার ও গতকাল সোমবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্রাবাসের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা কোটা বিরোধী বিভিন্ন গান দিয়ে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভ সমাবেশে শেখ হাসিনা মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী জাদিদ, জাহিন, নওশীনসহ অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা কোটা পদ্ধতির সংস্কার, শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাধীনভাবে মত প্রকাশের দাবী জানিয়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,, চট্টগ্রাম বিশ^ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কোটা বিরোধী আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান। হামলাকারীদের শাস্তির দাবী জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে আবারও হামলা করা হলে তার প্রতিহতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
0 মন্তব্যসমূহ