বাংলাদেশ ফ্রেন্ডস অর্গাইনাইজেশন, জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


শাকিল আহমেদ, বার্তা সম্পাদক: বাংলাদেশ ফ্রেন্ডস অর্গানাইজেশনের জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট শুক্রবার বিকালে জামালপুর শহরের কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির নবগঠিত কমিটির পরিচিত সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি নাজিম ইসলাম শান্ত। সভা সঞ্চালনা করেন সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি এ এন কে এমদাদুল হক। আলোচনা সভা শেষে দেশ ও জাতির জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সংগঠনটির নবগঠিত কমিটির বিভিন্ন পদের নেতৃবৃন্দ, সদস্য ও সকল স্বেচ্ছাসেবককর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৬০ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির নেতবৃন্দ হলেন- সভাপতি নাজিম ইসলাম শান্ত, জ্যেষ্ঠ সহ-সভাপতি এ এন কে এমদাদুল হক ও মো. ইয়াসিন আরাফাত, সহ-সভাপতি মো. রাকিব ইসলাম, সৈয়দ মাসুদুজ্জামান ও সানজিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ফাহিম হোসেন হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার কান্তা, সুমাইয়া খাতুন ও মো. আবির হাসান, সাংগঠনিক সম্পাদক আসমাউল আহমেদ অনির্বাণ, মো. ফরিদুল ইসলাম ফারুক ও মো. ইসপাক আহমেদ, প্রচার সম্পাদক সুমাইয়া আক্তার ও মো. জাহিদ হাসান, আইটি বিষয়ক সম্পাদক আনোয়ার ইসলাম, মো. রাফি, মো. আশরাফুল ইসলাম ও মো: শাকিল আহমেদ, দপ্তর সম্পাদক মো. সেলিম রানা, উপ-দপ্তর সম্পাদক কাউসার হোসেন ও মো. সোলাইমান, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. রবিনা আক্তার, মোছা. সুমাইয়া আক্তার, রাবিয়া ইসলাম ও নিলুফা আক্তার লিজা;


ধর্ম বিষয়ক সম্পাদক মো. ওসমান গনি, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আহনাফ নোমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান ও রিয়াজুল ইসলাম রাব্বি, রক্ত বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী শামীম ও মার্জিয়া আক্তার মিমি, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক এস এম সিয়াম মৃধা ও কাওসার আহমেদ সিয়াম, ডোনার নিয়ন্ত্রণ সম্পাদক মো. হাবিব, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. নাবিদুল ইসলাম, মো. মিনহাজুল, মো. সাকিব ও মো. মোবারক হোসেন,

আইন বিষয়ক সম্পাদক মো. সিফাত হাসান ও কেয়া আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহমান নোমান, মো. রবিন আহমেদ, মো. রানা আহমেদ ও সামসুজ্জোহা, অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম এবং অর্থ অডিট শাহরিয়া হোসেন শাওন।

কমিটির কার্যকরী সদস্যবৃন্দ হলেন- মো. আসিফ আহমেদ, মাহমুদুল হাসান বুলবুল, মো. লাবিব, মো. রেজাউল করিম, মো. আকাশ, মো. আসিবুর রহমান অয়ন ও শোভা আক্তার।

আমার রক্তে বাঁচলে প্রাণ, স্বেচ্ছায় করবো রক্তদান প্রতিপাদ্যে রক্তদান ছাড়াও সংগঠনটির স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মধ্যে থাকবে অসহায়দের শীত বস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, জরুরি প্রয়োজনে বিনামূল্যে রক্তদান, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, অসহায় রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, বৃক্ষরোপণ কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণা, দরিদ্র শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার সরঞ্জাম দেওয়া, দরিদ্রদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।


জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন