স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) এর জামালপুর জেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি বকুলতলা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই’।
এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) এর সভাপতি মো: নরুল ইসলাম চৌধুরী (ননী) সহ-সভাপতি রফিকুল ইসলাম (লেবু), মো: আক্তারুজ্জামান, রাজীব চক্রবর্তী (শুকান্ত) সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবীব স্বপন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুল ইসলাম হাসু প্রমুখ।
বক্তারা মানবাধিকার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আগামীতে সংগঠনকে আরও গতিশীল করার জন্য কাজ নানা বিষয় তুলে ধরেন।
জামালপুর ট্রিবিউন/ শাকিল আহমেদ
0 মন্তব্যসমূহ