স্টাফ রিপোর্টার:
জামালপুর শহর সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল শহরের বাইপাস এলাকার আশরাফ মাস্টারের ছেলে৷
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক জানান, জুলাই আগস্টের ঘটনায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়ায় আসামীকে আদালতে সোপর্দ করা হবে।
জুলাই আগস্টের আন্দোলন চলাকালে রাজপথে অস্ত্রসহ মহড়া দিয়ে সারাদেশে আলোচনায় আসেন এই নেতা। এরপর দীর্ঘদিন পলাতক ছিলেন এই নেতা।
এর আগে, গত শনিবার সকালে শহরের ফৌজদারি মোড়ে মুজিব বাহিনীর ব্যানারে মিছিল করে যুবলীগ, ছাত্রলীগ সেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। এর প্রতিবাদে ও মিছিলকারীদের গ্রেপ্তারের দাবিতে গত রবিবার দুপুরে শহরের প্রধান সড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এরপর থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা শুরু করে পুলিশ প্রশাসন।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
0 মন্তব্যসমূহ