শিরোনাম

6/recent/ticker-posts

গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ ও গণদোয়া অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার:

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর ধ্বংসযজ্ঞ ও ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টির প্রতিবাদে জামালপুরে যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার জুম্মা নামাজ পর কম্পপুর, চন্দ্রা, পাথালিয়া এলাকার যুব সমাজের উদ্দ্যোগে কম্পপুর মোড় চত্বরে এর আয়োজন করা হয়। 

বিক্ষোভ সমাবেশে মাওলানা সাইফুল ইসলাম ফেরদৌস এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরে কামেল মাওলানা মেরা
জুর রহমান জামালপুরী। তিনি বলেন, “গাজায় যে আক্রমণ চালানো হচ্ছে, তা নতুন কিছু নয়; আমরা বাল্যকাল থেকেই এটি দেখে আসছি। বিশ্বের দায়িত্বশীলরা নীরব ভূমিকা পালন করছে, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের ঐক্যবদ্ধ হয়ে গাজাবাসীর পক্ষে অবস্থান নিতে হবে। সারা বিশ্বকে দেখিয়ে দিতে হবে যে, গাজাবাসীর উপর ইসরাইলি বাহিনীর হস্তক্ষেপ মানবতাবিরোধী অপরাধ।

তিনি আরও বলেন, আমাদের বুদ্ধি ও জ্ঞানের মাধ্যমে সমাজ গড়ে তুলতে হবে, যাতে রাষ্ট্রও মজবুত হয়। শিক্ষিত ও যোগ্য ছাত্রশিক্ষক তৈরির মাধ্যমে এ পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তিনি ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা মুফতী নজরুল ইসলাম, মাওলানা মুফতী ওসমান গনি, মাওলানা মুফতী আবু সালেহ, মুফতী সাইদুর রহমান প্রমুখ। 

আলোচনা শেষে চন্দ্রা, পাথালিয়া এলাকার বিভিন্ন সড়ক প্রদর্শ করে কম্পপুর মোড় চত্বরে গিয়ে শেষ হয়।


জামালপুর ট্রিবিউন/শাকিল আহমেদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ